إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
15 - قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ: وَثَنَا عبيد الله، أبنا دَاوُدُ الْأَوَدِيُّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يقول: "بني الإسلام على خمسة: شهادة أن لا إله إلا الله، وإقام الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ الْبَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ ".
15 - قَالَ: وثنا مُعَاوِيَةُ، عَنْ شَيْبَانَ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ … فَذَكَرَهُ.
15 - رَوَاهُ أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ: ثَنَا (أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ) … فَذَكَرَهُ.
15 - قلت: رَوَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: ثنا مَكِّيٌّ، ثنا دَاوُدُ بْنُ يَزِيدَ الْأَوَدِيُّ … فَذَكَرَهُ.
15 - قَالَ: وثنا هَاشِمٌ، ثنا إِسْرَائِيلُ عَنْ جَابِرٍ … فَذَكَرَهُ.
هَذَا حَدِيثٌ ضَعِيفٌ مِنَ الطَّرِيقَيْنِ، أَمَا الطَّرِيقُ الْأَوَّلُ فَفِيهَا دَاوُدُ الْأَوَدِيُّ، وَقَدْ ضَعَّفَهُ أَحْمَدُ وَابْنُ مَعِينٍ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَأَبُو أَحْمَدَ الْحَاكِمُ وَابْنُ عَدِيٍّ وَالسَّاجِيُّ وَغَيْرُهُمْ، وَالطَّرِيقُ الثَّانِيَةُ فِيهَا جَابِرٌ الْجُعْفِيُّ وَإِنْ وَثَّقَهُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ، فَقَدْ كَذَّبَهُ الْإِمَامُ أَبُو حَنِيفَةَ وَالْجَوْزَجَانِيُّ وَابْنُ عُيَيْنَةَ، وَنَسَبَهُ زَائِدَةُ إِلَى الرَّفْضِ، وَضَعَّفَهُ كَثِيرُونَ.
15 - [4/ ق
15 - أ] كُرَيْبٍ، عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ الْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ فِي زُقَاقِ أَبِي لَهَبٍ يَقُولُ:
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "أَقْبَلَ رَجُلٌ يَمْشِي فِي بُرْدَيْنِ لَهُ يَتَبَخْتَرُ فِيهِمَا، وَيَنْظُرُ فِي عَطْفَيْهِ فَأَمَرَ اللَّهُ الْأَرْضَ فَخَسَفَ بِهِ".
15 - ب] عِلْمَكَ، وَإِنِّي لَأَجِدُ فِي كِتَابِ اللَّهِ: مَا مِنْ عَبْدٍ يَعْبُدُ اللَّهَ إِلَّا ضَمِنَ اللَّهُ السَّمَاءَ وَالْأَرْضَ بِرِزْقِهِ حَتَّى يَمُوتَ - أَوْ مَا عاش".
هذا إسناد فيه مقال، (تمتام) بن يحيى لَمْ أَقِفْ لَهُ [عَلَى] تَرْجَمَةٍ، وَبَاقِي رِجَالِ الْإِسْنَادِ ثِقَاتٌ.
অনুবাদঃ ১৫ - আবূ বকর ইবনু আবী শাইবাহ (রাহিমাহুল্লাহ) বলেন: এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন উবাইদুল্লাহ, তিনি আমাদের অবহিত করেছেন দাঊদ আল-আওদী (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি শা'বী (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি জারীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ্জ করা এবং রমযানের সাওম পালন করা।"
১৫ - তিনি (আবূ বকর ইবনু আবী শাইবাহ) বলেন: এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন মু'আবিয়াহ (রাহিমাহুল্লাহ), তিনি শাইবান (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি আমির (রাহিমাহুল্লাহ) থেকে... অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।
১৫ - এটি বর্ণনা করেছেন আবূ ইয়া'লা আল-মাওসিলী (রাহিমাহুল্লাহ): আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন (আবূ বকর ইবনু আবী শাইবাহ) ... অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।
১৫ - আমি (আল-বুসীরি) বলি: এটি বর্ণনা করেছেন আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ): আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন মাক্কী (রাহিমাহুল্লাহ), আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন দাঊদ ইবনু ইয়াযীদ আল-আওদী (রাহিমাহুল্লাহ)... অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।
১৫ - তিনি (আহমাদ ইবনু হাম্বল) বলেন: এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন হাশিম (রাহিমাহুল্লাহ), আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন ইসরাঈল (রাহিমাহুল্লাহ), তিনি জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে... অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।
এই হাদীসটি উভয় সনদেই দুর্বল। প্রথম সনদে রয়েছেন দাঊদ আল-আওদী, আর তাকে দুর্বল বলেছেন আহমাদ, ইবনু মাঈন, আবূ দাঊদ, নাসাঈ, আবূ আহমাদ আল-হাকিম, ইবনু আদী, আস-সাজী এবং অন্যান্যরা। আর দ্বিতীয় সনদে রয়েছেন জাবির আল-জু'ফী। যদিও তাকে সাওরী ও শু'বাহ নির্ভরযোগ্য বলেছেন, তবুও তাকে মিথ্যাবাদী বলেছেন ইমাম আবূ হানীফা, আল-জাওযাজানী এবং ইবনু উয়াইনাহ। আর যায়েদাহ তাকে রাফিদী (শিয়া মতাবলম্বী) বলে আখ্যায়িত করেছেন এবং বহু সংখ্যক মুহাদ্দিস তাকে দুর্বল বলেছেন।
১৫ - [৪/ ক্বাফ ১৫ - আ] কুরাইব (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি তার পিতা থেকে যে, তিনি আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে আবূ লাহাবের গলিতে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "এক ব্যক্তি তার দুটি চাদর পরিধান করে অহংকারভরে হাঁটছিল এবং তার দু'পাশে তাকাচ্ছিল। তখন আল্লাহ তা'আলা মাটিকে নির্দেশ দিলেন, ফলে তাকে গ্রাস করে নেওয়া হলো (ভূমিকম্পে দেবে গেল)।"
১৫ - বা] আপনার জ্ঞান। আর আমি আল্লাহর কিতাবে (তাওরাত বা ইঞ্জিলে) পাই: এমন কোনো বান্দা নেই যে আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহ আসমান ও যমীনকে তার রিযিকের জন্য জামিন করে দেন, যতক্ষণ না সে মারা যায় – অথবা যতক্ষণ সে বেঁচে থাকে।
এই সনদটিতে দুর্বলতা রয়েছে। (তামতাম) ইবনু ইয়াহইয়া – আমি তার জীবনী খুঁজে পাইনি। আর সনদের বাকি বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।