الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (22)


22 - وقال محمد بن يحيى بن أيي عُمَرَ: ثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْوَلِيدِ، عَنْ أَبِي الرَّبِيعِ- رَجُلٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ- عَنْ عَبْدِ اللَّهِ بن عمرو "أَنَّ أَعْرَابِيًّا أَقْبَلَ عَلَى رَاحِلَتِهِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَصْحَابِهِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ الَّذِي لَهُ مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَرْسَلَكَ إِلَى عِبَادِهِ تُبَشِّرُهُمْ بِجَنَّاتٍ لَا مَوْتَ فِيهَا، وَشَبَابٍ لَا كِبَرَ فيه، وفرح لا حزن فيه، وبأمان لاخوف فيه، ومطاعم ومشارب، ولباسهم فيها حرير، وتندرهم نَارًا مُوقَدَةً، يُصبّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ، وَتُقَطَّعُ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ، فَأَخْبِرْنِي بِخِلَالٍ أعمل بهن تبلغني هذا، وتنجيني مِنْ هَذَا. فَقَالَ: تَعْبُدُ اللَّهَ وَحْدَهُ ولَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَإِقَامُ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ الْمَفْرُوضَةِ، وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ كَمَا كَتَبَهُ الله على الأمم من قَبْلَكُمْ، وَتَحُجُّ الْبَيْتَ. إِتْمَامِهِنَّ: وَمَا كَرِهْتَ أَنْ يَأْتِيهِ النَّاسُ إِلَيْكَ، فَلَا تَأْتِهِ إِلَيْهِمْ، فَقَالَ الْأَعْرَابِيُّ: إِذًا أَرْفُضُ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَرَاءَ ظَهْرِي، وَأَعْمَلُ مَا يُبَلِّغُنِي هَذَا، وَيُنَجِّينِي من هذا". هَذَا إِسْنَادٌ (........)

22 - أ] بَابٌ مَا جَاءَ فِي الْمُعَصْفَرِ

22 - ب] وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ: ثَنَا الْحَسَنُ بْنُ [مُوسَى] ثَنَا عُمَارَةُ بْنُ زَاذَانَ، عَنْ زِيَادٍ [النُمَيْري] عَنْ أَنَسٍ رضي الله عنه "أَنَّ شَابًّا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ ملحفة
مُصْفَرَّةٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: لو كان هذا تَحْتَ قِدْرِ أَهْلِكَ كَانَ خَيْرًا لَكَ. فَذَهَبَ الْفَتَى فَغَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: مَا صَنَعْتَ بِثَوْبِكَ؟ قَالَ: صَنَعْتُ مَا أَمَرْتَنِي. فَقَالَ: مَا بِذَاكَ أَمَرْتُكَ، فَهَلَّا أَلْقَيْتَهُ عَلَى بَعْضِ نِسَائِكَ".




অনুবাদঃ ২২ - এবং মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ইবনু আবী উমার বলেছেন: আমাদেরকে বর্ণনা করেছেন সাঈদ ইবনু আবী আইয়্যুব, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনুল ওয়ালীদ থেকে, তিনি বর্ণনা করেছেন আবূ রাবী' থেকে—তিনি মদীনার অধিবাসী একজন লোক— তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, "যে, একজন বেদুঈন তার সওয়ারীর উপর আরোহণ করে আগমন করল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীগণের মাঝে ছিলেন। সে বলল: হে আল্লাহর রাসূল! নিশ্চয়ই আল্লাহ, যার জন্য আসমানসমূহ ও যমীনের রাজত্ব, তিনি আপনাকে তাঁর বান্দাদের নিকট প্রেরণ করেছেন এই সুসংবাদ দেওয়ার জন্য যে, জান্নাতসমূহে কোনো মৃত্যু নেই, এমন যৌবন আছে যেখানে বার্ধক্য নেই, এমন আনন্দ আছে যেখানে কোনো দুঃখ নেই, এমন নিরাপত্তা আছে যেখানে কোনো ভয় নেই, আর সেখানে রয়েছে খাদ্য ও পানীয়, এবং তাদের পোশাক হবে রেশমের। আর আপনি তাদেরকে সতর্ক করেন প্রজ্জ্বলিত আগুন সম্পর্কে, যার মধ্যে তাদের মাথার উপর থেকে ফুটন্ত পানি ঢালা হবে, এবং তাদের জন্য আগুনের পোশাক কেটে দেওয়া হবে। অতএব, আমাকে এমন কিছু স্বভাব বা কাজ সম্পর্কে অবহিত করুন যা আমি করলে আমাকে এই (জান্নাতে) পৌঁছাবে এবং এই (জাহান্নাম) থেকে মুক্তি দেবে। তিনি বললেন: তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না, ফরয সালাত প্রতিষ্ঠা করবে, ফরয যাকাত প্রদান করবে, রমযান মাসের সাওম পালন করবে যেমন আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর লিখে দিয়েছেন, এবং বাইতুল্লাহর হজ্জ করবে। এগুলোর পূর্ণতা হলো: যা তুমি অপছন্দ করো যে লোকেরা তোমার সাথে তা করুক, তুমি তাদের সাথে তা করবে না। তখন বেদুঈনটি বলল: তাহলে আমি পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সবকিছু আমার পিঠের পেছনে ফেলে দেব (অর্থাৎ ত্যাগ করব), এবং আমি তাই করব যা আমাকে এই (জান্নাতে) পৌঁছাবে এবং এই (জাহান্নাম) থেকে মুক্তি দেবে।" এই সনদটি (........)

২২ - ক] পরিচ্ছেদ: জাফরান রঙ করা পোশাক সম্পর্কে যা এসেছে।

২২ - খ] এবং আহমাদ ইবনু মানী' বলেছেন: আমাদেরকে বর্ণনা করেছেন আল-হাসান ইবনু [মূসা], আমাদেরকে বর্ণনা করেছেন উমারা ইবনু যাযান, তিনি বর্ণনা করেছেন যিয়াদ [আন-নুমাইরী] থেকে, তিনি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, "যে, একজন যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসলেন, আর তার গায়ে ছিল একটি হলুদ রঙ করা চাদর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন: এটি যদি তোমার পরিবারের হাঁড়ির নিচে থাকত, তবে তোমার জন্য উত্তম হতো। অতঃপর যুবকটি চলে গেল এবং পরের দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এলো। তিনি বললেন: তোমার পোশাকটি দিয়ে কী করেছ? সে বলল: আপনি আমাকে যা আদেশ করেছেন, আমি তাই করেছি। তিনি বললেন: আমি তো তোমাকে এই আদেশ করিনি। তুমি কেন এটি তোমার কোনো স্ত্রীকে দিয়ে দিলে না?"