الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (4)


4 - قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ: وَثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَال: "حُدثت أن أبابكر لقي طلحة بن عبيد الله قال: مالي
أَرَاكَ وَاجِمًا؟ قَالَ: كَلِمَةٌ سَمِعْتُهَا مَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: إِنَّهَا مُوجِبَةٌ، فَلَمْ أَسْأَلْ عَنْهَا، فَقَالَ أَبُو بَكْرٍ: أَنَا أَعْلَمُهَا، هِيَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ ".

4 - رَوَاهُ أَحْمَدُ بْنُ مَنِيعٍ: ثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ، ثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، قَالَ: "لَقِيَ أَبُو بَكْرٍ طَلْحَةَ فَقَالَ: مالي أراك أصبحت وَاجِمًا؟ قَالَ: لَا، إِلَّا كَلِمَةٌ سَمِعْتُهَا، سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يَقُولُ … " فَذَكَرَهُ.
وَرَوَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ فِي مُسْنَدِهِ، وَالنَّسَائِيُّ فِي عَمَلِ الْيَوْمِ وَاللَّيْلَةِ مِنْ حَدِيثِ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ طَلْحَةَ- وَقِيلَ: عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ وَذَكَرُوا أَنَّ الْقِصَّةَ جَرَتْ لِطَلْحَةَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ. وَهَذَا الْإِسْنَادُ أَصَّحُ مِنْ ذَلِكَ إِلَّا أَنَّ فِيهِ مَنْ لَمْ يُسَمَّ.

4 - وَرَوَاهُ أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ: ثَنَا أَبُو خَيْثَمَةَ، ثنا جرير بْنُ عَبْدِ الْحَمِيدِ … فَذَكَرَهُ.
هَذَا حَدِيثٌ رِجَالُهُ ثِقَاتٌ، لَكِنْ قَالَ الْعَلَائِيُّ فِي الْمَرَاسِيلِ: سُئِلَ ابْنُ مَعِينٍ عَنْ حَدِيثِ مَنْصُورٍ عَنْ أَبِي وائل "أن أبابكر لَقِيَ طَلْحَةَ … " الْحَدِيثُ فَقَالَ: حَدِيثٌ مُرْسَلٌ. وعدَّ الْحَاكِمُ أَبَا وَائِلٍ مِمَّنْ أَدْرَكَ الْعَشَرَةَ وَسَمِعَ مِنْهُمْ.

4 - قَالَ أَبُو يَعْلَى: وَثَنَا أَبُو خَيْثَمَةَ، ثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، ثَنَا أَبُو زُبَيْدٍ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، ثَنَا مُطَرِّفٌ، عَنْ عَامِرٍ، عَنْ يَحْيَى بْنِ طَلْحَةَ قَالَ: "رَأَى عُمَرُ طلحة بن عبيد الله حزينًا، فقال: ما لك؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: إِنِّي لَأَعْلَمُ كَلِمَاتٍ لَا يقولهن عبد عِنْدَ الْمَوْتِ إِلَا نُفِّسَ عَنْهُ، وَأَشْرَقَ لَهَا لَوْنُهُ، وَرَأَى مَا يَسُرُّهُ، فَمَا يَمْنَعُنِي أَنْ أَسْأَلَهُ عَنْهَا إِلَّا الْقُدْرَةُ عَلَيْهَا. فَقَالَ عُمَرُ: إِنِّي لَأَعْلَمُ مَا هِيَ، قَالَ: هَلْ تَعْلَمُ كَلِمَةً هِيَ أَفْضَلُ مِنْ كَلِمَةٍ دَعَا إِلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَمَّهُ عِنْدَ الْمَوْتِ؟ قَالَ طَلْحَةُ: هِيَ وَاللَّهِ هِيَ. قَالَ عُمَرُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ ".
هذا إِسْنَاد رجاله ثقات.

4 - [3/ ق

4 - أ] قَالَ: وثنا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ سعيد بن عبيد "أَنَّ عَلِيَّ بْنَ رَبِيعَةَ كَانَ يَلْبَسُ التُّبَانَ أَوِ السَّرَاوِيلَ".

4 - ب] بَابٌ لُبْسُ الْخَزِّ وَالْإِسْتَبْرَقِ وَمَا جَاءَ فِي الْهَدِيَّةِ بِالْحُلَّةِ وَالْمِسْكِ




অনুবাদঃ ৪ - আবূ বাকর ইবনু আবী শাইবাহ এবং ইসহাক ইবনু রাহাওয়াইহ (রাহিমাহুল্লাহ) বলেন: এবং আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন জারীর ইবনু আব্দুল হামীদ, মানসূর থেকে, তিনি আবূ ওয়াইল থেকে, তিনি বলেন: "আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তালহা ইবনু উবাইদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন: কী হয়েছে, আমি তোমাকে বিষণ্ণ দেখছি কেন? তিনি বললেন: একটি বাক্য যা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, এটি (জান্নাত) ওয়াজিবকারী, কিন্তু আমি এ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করিনি। তখন আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আমি তা জানি, সেটি হলো: 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই)।"

৪ - এটি বর্ণনা করেছেন আহমাদ ইবনু মানী' (রাহিমাহুল্লাহ): আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আল-হাসান ইবনু মূসা আল-আশয়াব, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন শাইবান, মানসূর থেকে, তিনি শাকীক থেকে, তিনি বলেন: "আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন: কী হয়েছে, আমি তোমাকে বিষণ্ণ দেখছি কেন? তিনি বললেন: না, শুধু একটি বাক্য যা আমি শুনেছি, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি..." অতঃপর তিনি তা উল্লেখ করলেন।

আর এটি বর্ণনা করেছেন আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) তাঁর মুসনাদে, এবং নাসাঈ (রাহিমাহুল্লাহ) তাঁর 'আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ' গ্রন্থে মুজালিদের হাদীস থেকে, তিনি শা'বী থেকে, তিনি তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে— এবং বলা হয়েছে: শা'বী থেকে, তিনি ইবনু তালহা থেকে, তিনি তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। আর তারা উল্লেখ করেছেন যে, ঘটনাটি তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর ঘটেছিল। আর এই সনদটি তার (পূর্বের সনদের) চেয়ে অধিক সহীহ, তবে এতে এমন ব্যক্তি আছেন যার নাম উল্লেখ করা হয়নি।

৪ - আর এটি বর্ণনা করেছেন আবূ ইয়া'লা আল-মাওসিলী (রাহিমাহুল্লাহ): আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আবূ খাইসামাহ, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন জারীর ইবনু আব্দুল হামীদ... অতঃপর তিনি তা উল্লেখ করলেন।

এই হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (সিকাহ), কিন্তু আল-আলাঈ (রাহিমাহুল্লাহ) 'আল-মারাসীল' গ্রন্থে বলেছেন: ইবনু মাঈন (রাহিমাহুল্লাহ)-কে মানসূর কর্তৃক আবূ ওয়াইল থেকে বর্ণিত হাদীস "আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করলেন..." সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: এটি মুরসাল হাদীস। আর আল-হাকিম (রাহিমাহুল্লাহ) আবূ ওয়াইলকে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন যারা 'আশারাহ মুবাশশারাহ' (জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবী)-কে পেয়েছেন এবং তাদের কাছ থেকে শুনেছেন।

৪ - আবূ ইয়া'লা (রাহিমাহুল্লাহ) বলেন: এবং আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আবূ খাইসামাহ, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন মু'আল্লা ইবনু মানসূর, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আবূ যুবাইদ আবছার ইবনুল কাসিম, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন মুতাররিফ, তিনি আমির থেকে, তিনি ইয়াহইয়া ইবনু তালহা থেকে, তিনি বলেন: "উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তালহা ইবনু উবাইদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বিষণ্ণ দেখলেন এবং বললেন: তোমার কী হয়েছে? তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: 'আমি এমন কিছু বাক্য জানি, যা কোনো বান্দা মৃত্যুর সময় উচ্চারণ করলে তার কষ্ট লাঘব করা হবে, তার চেহারা উজ্জ্বল হবে এবং সে এমন কিছু দেখবে যা তাকে আনন্দিত করবে।' কিন্তু আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারিনি। তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আমি অবশ্যই জানি সেটি কী। তিনি (উমার) বললেন: আপনি কি এমন কোনো বাক্য জানেন যা সেই বাক্যটির চেয়ে উত্তম, যেটির দিকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর চাচাকে মৃত্যুর সময় আহ্বান করেছিলেন? তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আল্লাহর কসম, সেটিই সেটি। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই)।"
এই সনদটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (সিকাহ)।

৪ - [৩/ ক ৪ - আ] তিনি (আবূ ইয়া'লা) বলেন: এবং আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু দাউদ, সাঈদ ইবনু উবাইদ থেকে: "আলী ইবনু রাবী'আহ টুব্বান (ছোট পাজামা) অথবা সিরওয়াল (পাজামা) পরিধান করতেন।"

৪ - ব] পরিচ্ছেদ: খায (রেশম মিশ্রিত বস্ত্র) ও ইসতাবরাক (মোটা রেশম) পরিধান এবং পোশাক ও মিসক (কস্তুরী) উপহার দেওয়া সম্পর্কে যা এসেছে।