الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (40)


40 - قَالَ أَبُو يَعْلَى: وثنا مُحَمَّدُ بْنُ جَامِعٍ الْعَطَّارُ- بَصْرِيٌّ- ثثا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، ثنا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُنْمٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا يَبْلُغُ عَبْدٌ صَرِيحَ الْإِيمَانِ حَتَّى يَدَعَ الْمِزَاحَ وَالْكَذِبَ، وَيَدَعَ الْمِرَاءَ وَإِنَ كَانَ مُحِقًّا) .




অনুবাদঃ ৪০ - আবূ ইয়া'লা (রাহিমাহুল্লাহ) বলেন: এবং আমাদের নিকট বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু জামি' আল-'আত্তার - তিনি বাসরার অধিবাসী - আমাদের নিকট বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু উসমান, আমাদের নিকট বর্ণনা করেছেন সুলাইমান ইবনু দাউদ, তিনি রাজা' ইবনু হাইওয়াহ (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি আবদুর রহমান ইবনু গানম (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: (কোনো বান্দা ঈমানের সুস্পষ্ট স্তরে পৌঁছাতে পারে না যতক্ষণ না সে হাসি-ঠাট্টা ও মিথ্যা পরিহার করে, এবং বিতর্ক পরিহার করে, যদিও সে হক্কের উপর থাকে।)