الحديث


كتاب القراءة خلف الإمام للبيهقي
Kitabul Qiraat Khalfal Imaam lil Bayhaqi
কিতাবুল কিরাআত খালফাল ইমাম লিল বায়হাক্বী





كتاب القراءة خلف الإمام للبيهقي (6)


6 - وَأَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا ، وَأَبُو بَكْرٍ قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ ، ثنا بَحْرُ بْنُ نَصْرٍ ، قَالَ: قُرِئَ عَلَى ابْنِ وَهْبٍ: أَخْبَرَكَ دَاوُدُ بْنُ قَيْسٍ الْمَدِينِيُّ ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ ، حَدَّثَنِي أَبِي ، عَنْ عَمٍّ لَهُ بَدْرِيٍّ أنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا فِي الْمَسْجِدِ ، قَالَ: ثُمَّ ذَكَرَ هَذَا ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «فَإِذَا أَتْمَمْتَ صَلَاتَكَ عَلَى نَحْوِ هَذَا فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ ، وَمَا نَقَصْتَ مِنْ هَذَا فَإِنَّمَا تُنْقِصُهُ مِنْ صَلَاتِكَ» وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، عَنْ يُونُسَ بْنِ عَبْدِ الْأَعْلَى، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، وَسَاقَ مَتْنَ الْحَدِيثِ نَحْوَ سِيَاقِ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ وَذَكَرَ فِيهِ: أُمَّ الْقُرْآنِ




অনুবাদঃ বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মসজিদে উপবিষ্ট ছিলেন। তিনি (সাহাবী) বললেন: অতঃপর তিনি এই (সালাতের) বিষয়টি বর্ণনা করলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বললেন: "যখন তুমি তোমার সালাত এই ধরনের পদ্ধতিতে পূর্ণ করবে, তখন অবশ্যই তোমার সালাত পূর্ণ হবে, আর যা তুমি এর থেকে কম করবে, তবে তা তুমি তোমার সালাত থেকেই কম করবে।” আর এটি বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু ইসহাক ইবনু খুযাইমাহ, ইউনুস ইবনু আব্দুল আ’লা থেকে, তিনি ইবনু ওয়াহব থেকে, তিনি দাঊদ ইবনু কাইস থেকে; এবং তিনি হাদীসের মূল অংশটি আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হাদীসের বর্ণনার অনুরূপভাবে উল্লেখ করেছেন এবং এর মধ্যে 'উম্মুল কুরআন'-এর (সূরা ফাতিহা) উল্লেখ করেছেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]