الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (1236)


1236 - حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ : حَدَّثَنَا زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ` فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ : سَمَّاعُونَ لِلْكَذِبِ سورة المائدة آية، يَهُودُ الْمَدِينَةِ، سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ سورة المائدة آية، أَهْلُ فَدَكٍ، لَمْ يَأْتُوكَ يُحَرِّفُونَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهِ سورة المائدة آية، أَهْلُ فَدَكٍ، يَقُولُونَ : إِنْ أُوتِيتُمْ هَذَا الْجَلْدَ فَخُذُوهُ، وَإِنْ لَمْ تُؤْتَوْهُ، فَاحْذَرُوا الرَّجْمَ ` *




অনুবাদঃ জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আল্লাহ্ তা‘আলার বাণী: "মিথ্যা শ্রবণে তারা অভ্যস্ত (সন্ম‘আ-ঊনালিল-কাযিব)"—এর দ্বারা মদীনার ইয়াহুদিদের বোঝানো হয়েছে। আর আল্লাহ্ তা‘আলার বাণী: "তারা অন্য এক দলের জন্য গুপ্তচরবৃত্তি করে (সন্ম‘আ-ঊনালি-কাওমিন আ-খারীন)"—এর দ্বারা ফাদাকের অধিবাসীদের বোঝানো হয়েছে। আর আল্লাহ্ তা‘আলার বাণী: "যারা তোমার কাছে আসেনি, তারা (আসমানী) কথাগুলোকে সেগুলোর স্থান থেকে পরিবর্তন করে (ইউহাররিফূনাল-কালিমা মিম বা'দি মাওয়া-দি‘ইহি)"—এর দ্বারাও ফাদাকের অধিবাসীদের বোঝানো হয়েছে। তারা বলত: ‘যদি তোমাদেরকে এই বেত্রাঘাতের (হালকা শাস্তি) বিধান দেওয়া হয়, তবে তোমরা তা গ্রহণ করো। আর যদি তা তোমাদেরকে না দেওয়া হয়, তবে তোমরা রজম (পাথর নিক্ষেপের শাস্তি) থেকে সতর্ক থেকো।’