مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
41 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : حَدَّثنا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ : أَخْبَرَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، قَالَ : سَمِعْتُ عَائِشَ بْنَ أَنَسٍ، يَقُولُ : سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَلَى مِنْبَرِ الْكُوفَةِ، يَقُولُ : كُنْتُ أَجِدُ مِنَ الْمَذْيِ شِدَّةً، فَأَرَدْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتِ ابْنَتُهُ عِنْدِي، فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَهُ، فَأَمَرْتُ عَمَّارًا فَسَأَلَهُ، فَقَالَ : ` إِنَّمَا يَكْفِي مِنْهُ الْوُضُوءُ ` *
অনুবাদঃ আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু কুফার মিম্বারে দাঁড়িয়ে বলছিলেন: আমি মাযীর (pre-seminal fluid) তীব্র সমস্যা অনুভব করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু তাঁর কন্যা আমার স্ত্রী ছিলেন, তাই আমি তাঁকে সরাসরি জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করলাম। ফলে আমি আম্মারকে নির্দেশ দিলাম, সে যেন তাঁকে জিজ্ঞাসা করে। তিনি (নবী সাঃ) বললেন: "এর জন্য কেবল উযূ করাই যথেষ্ট।"