مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
مسند الحميدي (77)
77 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : حَدَّثنا أَبُو يَعْفُورَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ : ` صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ فَنَهَانِي، وَقَالَ : قَدْ كُنَّا نَفْعَلُهُ , فَنُهِينَا ` يَعْنِي : النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ *
অনুবাদঃ মুসআব ইবনু সা’দ ইবনু আবী ওয়াক্কাস বলেন: আমি আমার পিতার পাশে সালাত আদায় করছিলাম, অতঃপর আমি 'তাতবীক' করলাম (অর্থাৎ, দুই হাতের তালু একত্রিত করে দুই হাঁটুর মাঝখানে রাখলাম)। তখন তিনি আমাকে নিষেধ করলেন এবং বললেন: আমরা এটা করতাম, কিন্তু পরে আমাদেরকে নিষেধ করা হয়েছিল। (এর দ্বারা তিনি উদ্দেশ্য করলেন যে নিষেধটি) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছিল।