مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
86 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : حَدَّثنا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ غَيْرَ مَرَّةٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` نَضَّرَ اللَّهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي، فَوَعَاهَا، وَحَفِظَهَا وَبَلَّغَهَا، فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، ثَلاثٌ لا يَغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ : إِخْلاصُ الْعَمَلِ، وَمُنَاصَحَةُ أَئِمَّةِ الْمُسْلِمِينَ، وَلُزُومُ جَمَاعَتِهِمْ، فَإِنَّ الدَّعْوَةَ تُحِيطُ مَنْ وَرَائَهُمْ ` *
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ্ সেই বান্দাকে সতেজ (বা উজ্জ্বল) করুন, যে আমার কথা শুনল, অতঃপর তা উপলব্ধি করল, মুখস্থ করল এবং (অন্যের কাছে) পৌঁছে দিল। কেননা অনেক ফিকহ বহনকারী আছে, যে ফকীহ (গভীর জ্ঞান সম্পন্ন) নয়। আর অনেক ফিকহ বহনকারী তা এমন ব্যক্তির কাছে পৌঁছে দেয়, যে তার চেয়েও বেশি ফকীহ। তিনটি বিষয় এমন, যার প্রতি কোনো মুসলিমের অন্তর বিদ্বেষ পোষণ করে না: আমলের ইখলাস (একনিষ্ঠতা), মুসলিম নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা এবং তাদের (মুসলিমদের) জামাআতকে আঁকড়ে ধরে থাকা। কারণ, তাদের (জামাআতের) আহ্বান তাদের পশ্চাৎবর্তী সকলকে বেষ্টন করে রাখে।