مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী
مسند الشاميين للطبراني (43)
43 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّائِغُ الْمَكِّيُّ، ثنا مَهْدِيُّ بْنُ جَعْفَرٍ، ثنا ضَمْرَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، وَلَمْ يَذْكُرِ الْأَوْزَاعِيَّ
অনুবাদঃ ৪৩ - এবং আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনে আলী আস-সাঈগ আল-মাক্কী, তিনি বলেন, আমাদেরকে বর্ণনা করেছেন মাহদী ইবনে জা’ফর, তিনি বলেন, আমাদেরকে বর্ণনা করেছেন যামরাহ, ইব্রাহীম ইবনে আবী আবলাহ থেকে। আর তিনি আল-আওযাঈকে উল্লেখ করেননি।
*(দ্রষ্টব্য: এই আরবী টেক্সটে হাদীসের মূল বক্তব্য বা ‘মতন’ অনুপস্থিত। এটি কেবল বর্ণনাকারীর শৃঙ্খল বা ‘ইসনাদ’ নির্দেশ করে।)*