حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا أبو بكر بن خلاد ثنا أحمد بن إبراهيم بن ملحان ثنا يحيى بن بكير قال حدثني الليث بن سعد عن عقيل عن ابن شهاب: قال أخبرني أبو سلمة بن عبد الرحمن عن ابن عباس: أن أبا بكر رضي الله تعالى عنه خرج حين توفي رسول الله صلى الله عليه وسلم وعمر يكلم الناس فقال: اجلس يا عمر فأبى عمر أن يجلس، فقال اجلس يا عمر، فتشهد فقال: أما بعد فمن كان منكم يعبد محمدا فإن محمدا قد مات، ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت، إن الله تعالى قال {(وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم)} الآية. قال: والله لكأن الناس لم يعلموا أن الله عز وجل أنزل هذه الآية حتى تلاها أبو بكر، فتلقاها(1) منه الناس كلهم، فما نسمع بشرا من الناس إلا يتلوها. قال ابن شهاب أخبرني سعيد بن المسيب أن عمر بن الخطاب رضي الله عنه قال: والله ما هو إلا أن سمعت أبا بكر تلاها فعقرت(2) حتى ما تقلني رجلاي، وحتى أهويت إلى الأرض وعرفت حين سمعته تلاها أن رسول الله صلى الله عليه وسلم قد مات.
قال الشيخ رحمه الله: وكان رضي الله تعالى عنه يتوصل بعز الوفاء، إلى أسنى مواقف الصفا. وقد قيل: إن التصوف تفرد العبد، بالصمد الفرد
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তিকাল করলেন, তখন আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বের হলেন। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তখন লোকজনের সাথে কথা বলছিলেন। তিনি (আবূ বাকর) বললেন: হে উমর! বসো। কিন্তু উমর বসতে অস্বীকৃতি জানালেন। তিনি আবার বললেন: হে উমর! বসো। অতঃপর তিনি শাহাদাহ পাঠ করলেন এবং বললেন: আম্মা বা'দ (এরপর)! তোমাদের মধ্যে যারা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ইবাদত করত, জেনে রাখো, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অবশ্যই ইন্তিকাল করেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহ্র ইবাদত করত, জেনে রাখো, আল্লাহ্ চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। নিশ্চয়ই আল্লাহ্ তাআলা বলেছেন: {(আর মুহাম্মাদ তো একজন রাসূল মাত্র; তাঁর পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে কি তোমরা তোমাদের পশ্চাৎপদ হবে?)} আয়াত পর্যন্ত।
বর্ণনাকারী বলেন: আল্লাহর কসম! আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখন এই আয়াতটি তিলাওয়াত করলেন, তখন যেন লোকজন জানত না যে আল্লাহ্ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন। ফলে সকলে তা তাঁর কাছ থেকে গ্রহণ করল। আমরা এমন কোনো মানুষকে শুনিনি যে এই আয়াতটি তিলাওয়াত করছিল না।
ইবনু শিহাব বলেন: সাঈদ ইবনু মুসায়্যিব আমাকে অবহিত করেছেন যে, উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: আল্লাহর কসম! আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে আয়াতটি তিলাওয়াত করতে শোনার পর আমার অবস্থা এমন হলো যে, আমার কোমর ভেঙে গেল, আমার পা দুটি আমাকে বহন করতে পারছিল না, আর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমি তাঁকে আয়াতটি তিলাওয়াত করতে শুনলাম, তখনই আমি নিশ্চিতভাবে জানতে পারলাম যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তিকাল করেছেন।
শাইখ (আল্লাহ্ তাঁকে রহমত করুন) বলেছেন: তিনি (আবূ বাকর র্যা) নিষ্ঠার শক্তির মাধ্যমে নির্মলতম উচ্চ অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। বলা হয়েছে: তাসাওউফ হলো বান্দার পক্ষ থেকে একক, এক ও অদ্বিতীয় (আল্লাহ্)-এর সাথে একাকী হয়ে যাওয়া।