مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18693 - وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخَّرَ الظُّهْرَ إِلَى آخِرِ الْوَقْتِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى، ثُمَّ قَالَ: " رَأَيْتُ فِيمَا يَرَى النَّائِمُ أَنَّ الْأُمَمَ عُرِضَتْ عَلَيَّ، فَكَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَجِيءُ فِي خَمْسَةٍ أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَرَأَيْتُ جَمَاعَةً كَثِيرَةً فَقُلْتُ: إِنَّهَا أُمَّتِي؟ فَقِيلَ: هَذِهِ أُمَّةُ مُوسَى. وَرَأَيْتُ عِيسَى ابْنَ مَرْيَمَ أَبْيَضَ جَعْدًا، يَضْرِبُ إِلَى الْحُمْرَةِ، وَرَأَيْتُ - وَذَكَرَ كَلَامًا كَأَنَّ مَعْنَاهُ عَدَدٌ كَثِيرٌ - فَقِيلَ: إِنَّهَا أُمَّتُكَ، وَقِيلَ: إِنَّ لَكَ مَعَهُمْ سَبْعِينَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ ".
فَقَالَ عُكَاشَةُ الْأَسَدِيُّ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْنِي فِي هَؤُلَاءِ السَّبْعِينَ، فَقَالَ: " أَنْتَ مِنْهُمْ ". فَقَالَ آخَرُ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْنِي مِنْهُمْ، فَقَالَ: " سَبَقَكَ بِهَا عُكَاشَةُ ". فَقَالَ الْقَوْمُ: مَنْ تَرَوْنَ هَؤُلَاءِ السَّبْعِينَ؟ فَقَالَ بَعْضُهُمْ: مَنْ رَقَّ قَلْبُهُ لِلْإِسْلَامِ، وَقَالَ بَعْضُهُمْ: قَوْمٌ مِنَ الْمُؤْمِنِينَ لَمْ يُشْرِكُوا، أَوْ لَمْ يَعْبُدُوا شَيْئًا إِلَّا اللَّهَ. وَارْتَفَعَتْ أَصْوَاتُهُمْ، فَخَرَجَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ: " مَا هَذِهِ الْأَصْوَاتُ؟ ". فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، السَّبْعِينَ الَّذِينَ ذَكَرْتَ مَنْ هُمْ؟ قَالَ: " هُمُ الَّذِينَ لَا يَكْتَوُونَ، وَلَا يَسْتَرْقُونَ، وَلَا يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ» ".
رَوَاهُ الْبَزَّارُ عَنْ شَيْخِهِ: عُمَرَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ مُجَالِدٍ، وَهُوَ مُجْمَعٌ عَلَى ضَعْفِهِ.
অনুবাদঃ জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহরের সালাতকে একেবারে শেষ সময় পর্যন্ত বিলম্বিত করলেন। অতঃপর তিনি (ঘর থেকে) বের হয়ে সালাত আদায় করলেন। এরপর বললেন: “আমি স্বপ্নে যা দেখা যায়, সেভাবে দেখলাম যে, আমার সামনে সমস্ত উম্মতকে পেশ করা হলো। তখন (দেখা গেল যে) একজন নবী আসছিলেন মাত্র পাঁচজন বা তার চেয়ে কিছু বেশি সংখ্যক লোক নিয়ে। এরপর আমি একটি বিশাল দল দেখলাম। আমি বললাম: এরাই কি আমার উম্মত? তখন বলা হলো: এটি মূসার (আঃ) উম্মত। আমি ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম, তিনি শ্বেতবর্ণের, কোঁকড়ানো চুলবিশিষ্ট এবং লালিমা মিশ্রিত। এরপর আমি আরও দেখলাম – তিনি (বর্ণনাকারী) এমন কিছু কথা বললেন যার অর্থ হলো একটি বিশাল সংখ্যা – তখন বলা হলো: এরাই আপনার উম্মত। এবং বলা হলো: আপনার সঙ্গে এমন সত্তর হাজার লোক থাকবে যারা কোনো হিসাব ও আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে।”
তখন উকাশা আল-আসাদী বললেন: ইয়া রাসূলুল্লাহ! আমাকে সেই সত্তর হাজারের অন্তর্ভুক্ত করে দিন। তিনি বললেন: “তুমি তাদেরই একজন।” তখন অন্য একজন ব্যক্তি বললেন: ইয়া রাসূলুল্লাহ! আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে দিন। তিনি বললেন: “উকাশা এ বিষয়ে তোমার চেয়ে এগিয়ে গেছে।” তখন লোকেরা বলাবলি করতে লাগল: তোমরা এই সত্তর হাজার লোক কাদেরকে মনে করো? কেউ কেউ বলল: যার অন্তর ইসলামের জন্য কোমল। আবার কেউ কেউ বলল: তারা হলো মু'মিনদের এমন দল, যারা শির্ক করেনি, অথবা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করেনি। তাদের আওয়াজ উঁচু হয়ে গেল। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বের হয়ে আসলেন এবং বললেন: “এই আওয়াজ কিসের?” তারা বলল: ইয়া রাসূলুল্লাহ! আপনি যে সত্তর হাজার লোকের কথা উল্লেখ করেছেন, তারা কারা? তিনি বললেন: “তারা হলো ঐ সকল লোক যারা লোহা দিয়ে (দেহে) দাগ দেয় না (চিকিৎসার জন্য), ঝাড়-ফুঁক করায় না, কোনো কিছুকে অশুভ মনে করে না, এবং তারা তাদের রবের উপর ভরসা করে।”