إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
11 - قَالَ أَبُو يعلى: وثنا أَبُو بَكْرٍ، ثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ،، عَنْ زَائِدَةَ، عَنِ ابن عُقَيْلٍ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "نَادِ يَا عُمَرُ فِي النَّاسِ: أَنَّهُ مَنْ مَاتَ يَعْبُدَ اللَّهَ نحلصًا مِنْ قَلْبِهِ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ، وَحَرَّمَهُ عَلَى النَّارِ. قَالَ: فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلَا أُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: لَا، لَا يَتَّكِلُوا".
قُلْتُ: عُقَيْلٌ هُوَ ابْنُ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَخُو عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرٍ وَمُحَمَّدُ بْنُ جَابِرٍ. قَالَ الذَّهَبِيُّ: مَجْهُولٌ. وَذَكَرَهُ ابْنُ حِبَّانَ فِي الثِّقَاتِ، وَزَائِدَةُ هُوَ ابْنُ قُدَامَةَ، وحسين بن هانع لَمْ أَقِفْ لَهُ عَلَى تَرْجَمَةٍ، وَأَبُو بَكْرٍ هُوَ ابْنُ أَبِي شَيْبَةَ.
11 -
11 -
11 - [4/ ق
11 - أ] تَجْنِي أُمٌّ عَلَى وَلَدٍ".
11 - ب] قَالَ: ثُمَّ مَرَّ ابْنُ ابْنِهِ وَاقِدٌ وَعَلَيْهِ ثَوْبٌ جَدِيدٌ، وَهُوَ يَجُرُّ إِزَارَهَ، فَقَالَ: ارْفَعْ إِزَارَكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: لَا يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ خُيَلَاءَ".
অনুবাদঃ ১১ - আবূ ইয়া'লা বলেছেন: এবং আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন আবূ বকর, আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন হুসাইন ইবনু আলী, যায়েদা থেকে, ইবনু উকাইল থেকে, জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "হে উমার! মানুষের মাঝে ঘোষণা দাও: যে ব্যক্তি আল্লাহর ইবাদত করা অবস্থায় মারা যাবে, তার অন্তর থেকে একনিষ্ঠভাবে (ইবাদত করলে), আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। তিনি (জাবির) বলেন: তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: হে আল্লাহর রাসূল! আমি কি মানুষকে সুসংবাদ দেব না? তিনি বললেন: না, (সুসংবাদ দিও না), যাতে তারা এর উপর ভরসা করে বসে না থাকে।"
আমি বলি: উকাইল হলেন জাবির ইবনু আব্দুল্লাহর পুত্র, তিনি আব্দুর রহমান ইবনু জাবির এবং মুহাম্মাদ ইবনু জাবিরের ভাই। الذهবী (রাহিমাহুল্লাহ) বলেছেন: (তিনি) মাজহুল (অজ্ঞাত)। আর ইবনু হিব্বান তাকে 'আস-সিকাত' (নির্ভরযোগ্যদের) মধ্যে উল্লেখ করেছেন। আর যায়েদা হলেন ইবনু কুদামা। আর হুসাইন ইবনু হানি'-এর জীবনী আমি খুঁজে পাইনি। আর আবূ বকর হলেন ইবনু আবী শাইবাহ।
১১ -
১১ -
১১ - [৪/ ক্বাফ
১১ - আ] কোনো মা তার সন্তানের উপর অপরাধ করে না।
১১ - ব] তিনি বললেন: অতঃপর তার নাতি ওয়াকিদ পাশ দিয়ে যাচ্ছিল, তার পরনে ছিল নতুন কাপড়, আর সে তার লুঙ্গি টেনে নিয়ে যাচ্ছিল। তখন তিনি বললেন: তোমার লুঙ্গি উপরে তোলো, কারণ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: "যে ব্যক্তি অহংকারবশত তার লুঙ্গি টেনে নিয়ে যায়, আল্লাহ তার দিকে (দয়ার দৃষ্টিতে) তাকান না।"