إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
24 - قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ: وَثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، سَمِعْتُ أَبَا حَمْزَةَ- جَارَنَا- يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "اعْلَمْ أَنَّهُ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دخل الجنة".
هَذَا إِسْنَادٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَأَبُو حَمْزَةَ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ.
24 - أ] رَجُلٌ: ثَكِلَتْكَ أُمُّكَ، إِنَّمَا كَفَّ يَدَهُ عَنْكَ أَنَّهَا مُخْلَقَةٌ، فَغَسَلَ يَدَهُ ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَايَعَهُ".
24 - ب] بَابٌ مَا جَاءَ فِي وَصْلِ الشَّعْرِ
অনুবাদঃ ২৪ - আবূ বকর ইবনু আবী শাইবাহ (রাহিমাহুল্লাহ) বললেন: এবং আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন গুন্দার, শু'বাহ (রাহিমাহুল্লাহ)-এর সূত্রে, আমি আবূ হামযাহ—আমাদের প্রতিবেশী—কে শুনতে পেয়েছি, তিনি আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে বর্ণনা করছিলেন, তিনি বললেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "জেনে রাখো, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে।"
এই সনদটি মুসলিম (রাহিমাহুল্লাহ)-এর শর্তানুযায়ী সহীহ। আর আবূ হামযাহ-এর নাম হলো আবদুর রহমান ইবনু আবদুল্লাহ।
২৪ - আ] একজন লোক (বলল): তোমার মা তোমাকে হারাক! সে তোমার থেকে তার হাত গুটিয়ে নিয়েছে, কারণ তা (হাতটি) জীর্ণ (বা দুর্বল)। অতঃপর সে তার হাত ধৌত করল, তারপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে তাঁর হাতে বাইয়াত গ্রহণ করল।
২৪ - বা] চুল সংযোজন (পরচুলা ব্যবহার) সম্পর্কে যা এসেছে তার অধ্যায়।