الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (27)


27 - وَقَالَ أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ: ثَنَا ابْنُ نُمَيْرٍ وَأَبُو هِشَامٍ، قَالَا: ثنا قُدَامَةُ بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ، عَنْ مَخْرَمَةَ بْنِ بَكِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَرْبِ بْنِ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي أَنَّهُ قَالَ: "أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أُنَادِي أَنَّهُ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ".

27 - قَالَ: وثنا أَبُو خَيْثَمَةَ وَهَارُونُ الْحَمَّالُ، ثنا قُدَامَةُ بْنُ مُحَمَّدِ بْنِ قُدَامَةَ الْمَدَنِيُّ، حَدَّثَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِي حَرْبِ بْنِ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قال: أشهد على أبي زيد ابن خَالِدٍ الْجُهَنِيِّ، سَمِعْتُهُ يَقُولُ: "أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: بَشِّرِ النَّاسَ أَنَّهُ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ دَخَلَ الْجَنَّةَ"

27 - قَالَ هارون الحمالى: ثنا قُدَامَةُ بْنُ مُحَمَّدٍ الْأَشْجَعِيُّ … فَذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي خَيْثَمَةَ.
هَذَا إِسْنَادٌ فِيهِ مَقَالٌ، أَبُو حَرْبٍ هَذَا لَمْ يُسَمَّ. قَالَ الذَّهَبِيُّ: مَجْهُولٌ. وَذَكَرَهُ ابْنُ حِبَّانَ فِي الثِّقَاتِ. وَقُدَامَةُ بْنُ مُحَمَّدٍ قَالَ أَبُو حَاتِمٍ: لَا بَأْسَ بِهِ. وَقَالَ ابْنُ حِبَّانَ فِي الضُّعَفَاءِ: لَا يجوز الاحتجاج به إذ انفرد، يروي مقلوبات. رواه النسائي في اليوم والليلة.




অনুবাদঃ ২৭ - আর আবূ ইয়া'লা আল-মাওসিলী (রাহিমাহুল্লাহ) বলেন: আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন ইবনু নুমাইর ও আবূ হিশাম, তারা উভয়ে বলেন: আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন কুদামাহ ইবনু মুহাম্মাদ আল-মাদানী, তিনি মাখরামা ইবনু বুকাইর থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আবূ হারব ইবনু যায়দ ইবনু খালিদ আল-জুহানী থেকে, তিনি বলেন: আমি আমার পিতার উপর সাক্ষ্য দিচ্ছি যে, তিনি বলেছেন: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন যে, আমি যেন ঘোষণা করি যে, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে।"

২৭ - তিনি (আবূ ইয়া'লা) বলেন: আর আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন আবূ খাইসামাহ ও হারূন আল-হাম্মাল, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন কুদামাহ ইবনু মুহাম্মাদ ইবনু কুদামাহ আল-মাদানী, আমার নিকট হাদীস বর্ণনা করেছেন মাখরামা, তিনি আবূ হারব ইবনু যায়দ ইবনু খালিদ আল-জুহানী থেকে, তিনি বলেন: আমি আমার পিতা যায়দ ইবনু খালিদ আল-জুহানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর উপর সাক্ষ্য দিচ্ছি, আমি তাকে বলতে শুনেছি: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন। তিনি বললেন: তুমি লোকদের সুসংবাদ দাও যে, যে ব্যক্তি বলবে: আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, সে জান্নাতে প্রবেশ করবে।"

২৭ - হারূন আল-হাম্মালী বলেন: আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন কুদামাহ ইবনু মুহাম্মাদ আল-আশজাঈ... অতঃপর তিনি আবূ খাইসামাহর হাদীসের অনুরূপ উল্লেখ করেন।

এই সনদটিতে দুর্বলতা (বা আলোচনা) রয়েছে, এই আবূ হারব-এর নাম উল্লেখ করা হয়নি। ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন: তিনি মাজহুল (অজ্ঞাত)। আর ইবনু হিব্বান (রাহিমাহুল্লাহ) তাকে 'আস-সিকাত' (নির্ভরযোগ্যদের) মধ্যে উল্লেখ করেছেন। আর কুদামাহ ইবনু মুহাম্মাদ সম্পর্কে আবূ হাতিম (রাহিমাহুল্লাহ) বলেন: তার মধ্যে কোনো সমস্যা নেই। আর ইবনু হিব্বান (রাহিমাহুল্লাহ) 'আদ-দু'আফা' (দুর্বলদের) কিতাবে বলেন: যখন সে এককভাবে বর্ণনা করে, তখন তার দ্বারা প্রমাণ পেশ করা জায়েয নয়, সে উল্টাপাল্টা (মাকলুবাত) বর্ণনা করে। এটি নাসাঈ (রাহিমাহুল্লাহ) 'আল-ইয়াওম ওয়াল-লাইলাহ' গ্রন্থে বর্ণনা করেছেন।