الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (29)


29 - قَالَ أَبُو يَعْلَى: وثنا عَبْدُ اللَّهِ، ثنا عَبْدَةُ، عَنْ أَبِي حَيَّانَ التَّمِيمِيِّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ قَالَ: "أَنْشَدَ حَسَّانُ بْنُ ثَابِتٍ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبْيَاتًا فَقَالَ:
شَهِدْتُ بِإِذْنِ اللَّهِ أَنَّ مُحَمَّدًا رَسُولُ الَّذِي فَوْقَ السَّمَوَاتِ مِنْ عَلُ
وَأَنَّ أَبَا يَحْيَى وَيَحْيَى كِلَاهُمَا لَهُ عَمَلٌ فِي دِينِهِ مُتَقَبَّلُ
وَأَنَّ أَخَا الْأَحْقَافِ إِذْ قَامَ فيهمُ يَقُومُ بِذَاتِ الله فيهم ويعدِلُ
فقال النبي: وَأَنَا".




অনুবাদঃ ২৯ - আবূ ইয়া'লা (রাহিমাহুল্লাহ) বললেন: এবং আমাদের নিকট বর্ণনা করেছেন আব্দুল্লাহ, আমাদের নিকট বর্ণনা করেছেন আবদা, তিনি আবূ হাইয়ান আত-তামিমী থেকে, তিনি হাবীব ইবনু আবী সাবিত থেকে, তিনি বললেন:

হাসসান ইবনু সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে কিছু কবিতা আবৃত্তি করে শোনালেন, অতঃপর তিনি (হাসসান) বললেন:

আমি আল্লাহর অনুমতিক্রমে সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হলেন সেই সত্তার রাসূল, যিনি আসমানসমূহের উপরে উচ্চতায় অবস্থানকারী।

এবং আবূ ইয়াহইয়া ও ইয়াহইয়া, তাদের উভয়েরই তাঁর (আল্লাহর) দীনের মধ্যে এমন আমল রয়েছে যা কবুলযোগ্য।

এবং আহকাফের ভাই (হূদ আঃ), যখন তিনি তাদের মাঝে দাঁড়ালেন, তিনি তাদের মাঝে আল্লাহর সত্তার জন্য দাঁড়ালেন এবং ইনসাফ করলেন।

অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "আর আমিও (সাক্ষ্য দিচ্ছি/কবুল করছি)।"