إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
36 - قَالَ الْحَارِثُ: وَثَنَا رَوْحٌ، ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، ثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ (عَنْ زَيْدٍ) ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنْ أَبِي أُمَامَةَ "أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الْإِثْمُ؟ قَالَ: إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ ".
قُلْتُ: يَزِيدُ لَمْ أَقِفْ لَهُ عَلَى تَرْجَمَةٍ، وَبَاقِي رِجَالِ الْإِسْنَادِ ثقات.
36 - بَابُ الْأَمْرِ بِتَرْكِ الْقِتَالِ فِي الْفِتْنَةِ
অনুবাদঃ ৩৬ - আল-হারিস বলেছেন: এবং আমাদের কাছে বর্ণনা করেছেন রাওহ, বর্ণনা করেছেন হিশাম ইবনু আবী আব্দুল্লাহ, বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু আবী কাছীর (যায়দ থেকে), যায়দ ইবনু সাল্লাম থেকে, তাঁর দাদা মামতূর থেকে, আবূ উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে: "যে, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন: ঈমান কী? তিনি বললেন: যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে এবং তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন তুমি মুমিন। সে বলল: হে আল্লাহর রাসূল, তাহলে পাপ (আল-ইছম) কী? তিনি বললেন: যখন কোনো কিছু তোমার মনে খচখচ করে (সন্দেহ সৃষ্টি করে), তখন তা ছেড়ে দাও।"
আমি (আল-বুসীরি) বলি: ইয়াযীদ—আমি তার জীবনী (তারজামা) খুঁজে পাইনি। আর সনদের বাকি বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (ছিকাহ)।
৩৬ - ফিতনার সময় যুদ্ধ পরিহার করার নির্দেশ সংক্রান্ত অধ্যায়।