إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
59 - وَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، ثنا زَكَرِيَّا، ثنا عَطِيَّةُ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: "من مات لا يشرك بالله شيئا دخل الجنة".
59 - رَوَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ: ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بن راشد، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخدري يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إن بين يدي الرحمن للوحا فيه ثلاثمائة وخمسة عشر شَرِيعَةٍ، يَقُولُ الرَّحْمَنُ: وَعِزَّتِي وَجَلَالِي لا يأتيني عَبْدٌ مِنْ عِبَادِي لَا يُشْرِكُ بِي شَيْئًا فِيهِ وَاحِدَةٌ مِنْكُنَّ إِلَّا دَخَلَ الْجَنَّةَ".
59 - وَرَوَاهُ الْحَارِثُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي أُسَامَةَ وَأَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ قَالَا: ثَنَا أَبْو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعَمَ، ثنا عبد الله بن راشد مَوْلَى، عُثْمَانَ بْنِ عَفَّانَ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخدري يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إن بين يدي الرحمن للوحا فيه ثلاثمائة وخمسة عشر شَرِيعَةٍ، يَقُولُ الرَّحْمَنُ: وَعِزَّتِي، لَا يأتيني عَبْدٌ مِنْ عِبَادِي مَا لَمْ يُشْرِكْ بِي، فيه وَاحِدَةً مِنْكُنَّ إِلَّا أَدْخَلْتُهُ الْجَنَّةَ".
قُلْتُ: حَدِيثُ أَبِي سَعِيدٍ هَذَا ضَعِيفٌ؟ لِضَعْفِ عَطِيَّةَ الْعُوفِيِّ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ الْأَفْرِيقِيِّ.
অনুবাদঃ ৫৯ - আর আবূ বকর ইবনু আবী শাইবাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন, আমাদেরকে মুহাম্মাদ ইবনু বিশর হাদীস বর্ণনা করেছেন, আমাদেরকে যাকারিয়্যা হাদীস বর্ণনা করেছেন, আমাদেরকে আতিয়্যাহ হাদীস বর্ণনা করেছেন, আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে: "যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে।"
৫৯ - এটি বর্ণনা করেছেন আবদ ইবনু হুমাইদ (রাহিমাহুল্লাহ): আমাদেরকে আবদুল্লাহ ইবনু ইয়াযীদ হাদীস বর্ণনা করেছেন, আমাদেরকে আবদুর রহমান ইবনু যিয়াদ হাদীস বর্ণনা করেছেন, উসমান ইবনু আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর আযাদকৃত গোলাম আবদুল্লাহ ইবনু রাশিদ থেকে, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই দয়াময় (আল্লাহর) সামনে একটি ফলক রয়েছে, যাতে তিনশত পনেরোটি শরীয়ত (বিধান) রয়েছে। দয়াময় (আল্লাহ) বলেন: আমার ইজ্জত ও আমার মহত্ত্বের কসম! আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা আমার কাছে আসবে না যে আমার সাথে কোনো কিছুকে শরীক করেনি, আর যার মধ্যে তোমাদের (বিধানগুলোর) একটি বিদ্যমান ছিল, তবে সে জান্নাতে প্রবেশ করবে।"
৫৯ - আর এটি বর্ণনা করেছেন আল-হারিছ ইবনু মুহাম্মাদ ইবনু আবী উসামাহ এবং আবূ ইয়া'লা আল-মাওসিলী (রাহিমাহুল্লাহ)। তাঁরা উভয়েই বলেছেন: আমাদেরকে আবূ আবদির রহমান আল-মুক্রি হাদীস বর্ণনা করেছেন, আমাদেরকে আবদুর রহমান ইবনু যিয়াদ ইবনু আন'আম হাদীস বর্ণনা করেছেন, আমাদেরকে উসমান ইবনু আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর আযাদকৃত গোলাম আবদুল্লাহ ইবনু রাশিদ হাদীস বর্ণনা করেছেন, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই দয়াময় (আল্লাহর) সামনে একটি ফলক রয়েছে, যাতে তিনশত পনেরোটি শরীয়ত (বিধান) রয়েছে। দয়াময় (আল্লাহ) বলেন: আমার ইজ্জতের কসম! আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা আমার কাছে আসবে না যে আমার সাথে শরীক করেনি, আর যার মধ্যে তোমাদের (বিধানগুলোর) একটি বিদ্যমান ছিল, তবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো।"
আমি বলি: আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর এই হাদীসটি কি দুর্বল? আতিয়্যাহ আল-আওফী দুর্বল হওয়ার কারণে এবং আবদুর রহমান ইবনু যিয়াদ আল-আফরীকি দুর্বল হওয়ার কারণে।