الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (60)


60 - وَقَالَ الْحَارِثُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي أُسَامَةَ: ثَنَا يَحْيَى بْنُ أَبِي بَكِيرٍ، ثَنَا أَبُو جعفر، أبنا الرَّبِيعُ بْنُ أَنَسٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "مَنْ فَارَقَ الدُّنْيَا عَلَى الْإِخْلَاصِ لِلَّهِ وعبادته لاشريك له، وإقام الصلاة، وإيتاء الزَّكَاةَ، فَارَقَهَا وَاللَّهُ عَنْهُ رَاضٍ، وَذَلِكَ دِينُ اللَّهِ الَّذِي جَاءَتْ بِهِ الرُّسُلُ، وَبَلَّغُوا عَنْ رَبِّهِمْ قَبْلَ هَرَجِ الْأَحَادِيثِ وَاخْتِلِافِ الْأَهْوَاءِ، يَقُولُ اللَّهُ- عز وجل: فَإِنْ تَابُوا وَخَلَعُوا الْأَنْدَادَ وَعِبَادَتَهَا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ".




অনুবাদঃ ৬০ - আর আল-হারিছ ইবনু মুহাম্মাদ ইবনু আবী উসামাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন: আমাদের নিকট বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু আবী বুকাইর, আমাদের নিকট বর্ণনা করেছেন আবূ জা'ফর, আমাদের অবহিত করেছেন আর-রাবী' ইবনু আনাস, আমি আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি আল্লাহর জন্য ইখলাসের (একনিষ্ঠতার) উপর, তাঁর কোনো শরীক নেই এই বিশ্বাসের সাথে তাঁর ইবাদতের উপর, সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করার উপর (অটল থেকে) দুনিয়া ত্যাগ করে, সে এমন অবস্থায় দুনিয়া ত্যাগ করে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর এটাই আল্লাহর সেই দ্বীন যা নিয়ে রাসূলগণ এসেছেন, এবং তারা তাদের রবের পক্ষ থেকে তা পৌঁছে দিয়েছেন, হাদীসসমূহের বিশৃঙ্খলা (হরাজ) এবং প্রবৃত্তির ভিন্নতা (মতপার্থক্য) সৃষ্টি হওয়ার পূর্বে। আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন: 'সুতরাং যদি তারা তাওবা করে, এবং প্রতিমা ও সেগুলোর ইবাদত পরিত্যাগ করে, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত প্রদান করে, তবে তোমরা তাদের পথ ছেড়ে দাও।'"