إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
61 - قَالَ الْحَارِثُ: وثنا أَبُو النَّضْرِ، ثنا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، ثنا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهِبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: "كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسِيرُ فَجَاءَهُ رَجُلٌ فَأَخَذَ بِزِمَامِ نَاقَتِهِ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، أَخْبِرْنِي بِشَيْءٍ يُقَرِّبُنِي مِنَ الْجَنَّةِ وَيُزَحْزِحُنِي عَنِ النَّارِ. قَالَ: تُؤْمِنُ بِاللَّهِ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ، فَأَرْسَلَ الزِّمَامَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: إِنْ وَفَّى بِمَا قُلْتُ لَهُ دَخَلَ الْجَنَّةَ".
هَذَا إِسْنَادٌ صَحِيحٌ إِلَّا أَنَّهُ مُرْسَلٌ، مُوسَى بْنُ طَلْحَةَ هُوَ ابْنُ عُبَيْدِ اللَّهِ لَيْسَتْ لَهُ صُحْبَةٌ، بل رِوَايَتُهُ عَنْ عُمَرَ مُرْسَلَةٌ. وَأَبُو مُعَاوِيَةَ هُوَ محمد بن خازم أبو معاوية الضرير.
অনুবাদঃ ৬১ - আল-হারিস (রাহিমাহুল্লাহ) বলেন: এবং আমাদের কাছে বর্ণনা করেছেন আবুন-নাদর (রাহিমাহুল্লাহ), আমাদের কাছে বর্ণনা করেছেন শায়বান আবু মু'আবিয়া (রাহিমাহুল্লাহ), আমাদের কাছে বর্ণনা করেছেন উসমান ইবনু আব্দুল্লাহ ইবনু মাওহিব (রাহিমাহুল্লাহ), তিনি মূসা ইবনু তালহা (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি বলেন:
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পথ চলছিলেন। তখন তাঁর কাছে এক ব্যক্তি এসে তাঁর উটনীর লাগাম ধরে বলল: হে আল্লাহর নবী! আমাকে এমন কিছু সম্পর্কে অবহিত করুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। অতঃপর লোকটি লাগাম ছেড়ে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: আমি তাকে যা বললাম, যদি সে তা পূর্ণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।"
এই সনদটি সহীহ, তবে এটি মুরসাল। মূসা ইবনু তালহা হলেন উবাইদুল্লাহর পুত্র, তাঁর সাহচর্য (সাহাবী হওয়া) নেই। বরং উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে তাঁর বর্ণনাও মুরসাল। আর আবু মু'আবিয়া হলেন মুহাম্মাদ ইবনু খাযিম আবু মু'আবিয়া আদ-দারীর।